বিনোদন ডেস্ক : গত ৪ বছর ধরে ভালোবাসা দিবসে শ্রোতাদের নিজের লেখা নতুন গান উপহার দেন রেজাউর রহমান রিজভী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার নিজের লেখা গানের পাশাপাশি নাটকও উপহার দিচ্ছেন তিনি। রিজভীর কাহিনী-চিত্রনাট্যে এবি হাসান নির্মাণ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ খÐ নাটক বিয়ের আগেই ডিভোর্স। রোমান্টিক ও কমেডিধর্মী এই নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে আছে। পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রæয়ারি ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে। এদিকে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীনা (জি সিরিজ) ও লেজার ভিশন থেকে ভালোবাসা দিবস উপলক্ষে রিজভীর লেখা বেশ কিছু একক ও দ্বৈত গান প্রকাশিত হচ্ছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের নতুন ও জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন নমন, রাকিব মোসাব্বির, মৌমিতা তাসরিন নদী, সাবরিন, রিয়াজ লিটন প্রমুখ। রিজভী বলেন, গত কয়েক বছর থেকে ভালোবাসা দিবস আমাদের দেশে একটি উৎসবের মতো হয়ে উঠেছে। ফলে অন্যান্য উৎসবগুলোর মতো এটিতেও চেষ্টা থাকে দর্শক-শ্রোতাদেরকে নতুন কিছু দেবার। সে চিন্তা থেকেই ভালোবাসা দিবসের জন্য নাটক ও গান লিখেছি। আশা করি সকলের কাছে তা সমাদৃত হবে। এদিকে একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে রিজভীর প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার অবাক চোখ। আলোকবর্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত এ বইটি মেলার ৩২৮ নং স্টলে পাওয়া যাবে। নতুন নাটক, গান ও বইয়ের খবর জানাতে পুরো ফেব্রæয়ারি মাস জুড়েই বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওর টক শোতে নিয়মিত অংশ নেবেন বলে রিজভী জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন