বিনোদন ডেস্ক : মানসম্পন্ন চিত্রনাট্য পেলে আবারো চলচ্চিত্রে ফিরবেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, এ কথা ঠিক, ভক্তরা আমাকে অনেক দিন কোনো সিনেমায় দেখছেন না। তাই বলে কখনও দেখবেন না, বিষয়টি এমন নয়। তা ছাড়া আমি এখন ঘোষণা দেইনি, চলচ্চিত্রে আর অভিনয় করব না। তিনি বলেন, অপেক্ষায় আছি ভালো গল্প ও চরিত্রের। গৎবাঁধা সিনেমায় আর অভিনয় করতে চাই না। ভালো গল্প ও চরিত্র পেলেই আবার ক্যামেরার সামনে দাঁড়াব। ভালো গল্প ও চরিত্রের জন্য যদি আরও কিছুদিন অপেক্ষা করতে হয়, তাতেও আপত্তি নেই। পূর্ণিমা বর্তমানে নাটক-বিজ্ঞাপনে সমানতালে কাজ করছেন পূর্ণিমা। এছাড়া আগামীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন। তার অভিনীত শেষ সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু মুক্তি পায় ২০১২ সালে। তারপর থেকে চলচ্চিত্রে অনুপস্থিত তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন