বিনোদন ডেস্ক: ফোক গানে সন্দীপনের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এবার তিনি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন অনেকদিন পর। সম্প্রতি একটি আধুনিক ডুয়েট গনে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সাথে গেয়েছেন শিউলি পালিত। তোমাকে পাবার আশায় শিরোনামের গানটি লিখেছেন আশিক বন্ধু। সুর সঙ্গীত করেছেন সুমন কল্যান। সন্দীপন বলেন, গানটি গাওয়ার পর আমার মন ভরে গেছে, এমন একটি অসাধারণ কথা সুরের গান গেয়ে বেশ শান্তি লাগছে। এমন প্রান ছুঁয়ে যাওয়া কথা সুরের গান সহজে হয়না। আমি খুবই আশাবাদী, গানটি শ্রোতাদের ভাল লাগবে। শিউলি পালিত বলেন, অনেক সুন্দর একটি গান। সন্দীপন আর আমি গানটি করে বেশ আনন্দ লাগছে। আশা করছি, মিউজিক ভিডিও হওয়ার পর গানটি সবার পছন্দ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন