শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

মার্কিন নিষেধাজ্ঞার পরদিনই ক্ষেপণাস্ত্রের মহড়া ইরানের

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পরদিনই ক্ষেপণাস্ত্র ও রাডার মোতায়েন করে সামরিক মহড়া দিয়েছে ইরানের রিপাবলিক গার্ড বাহিনী বা আইআরজিসি। গত শনিবার ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে এ মহড়া শুরু করেছে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন। পাঁচদিনের প্রাথমিক পর্যায় শেষে বেলায়েতের আকাশ রক্ষক নামের এ মহড়া পুরোপুরি শুরু হয়। ৩৫ হাজার কিলোমিটার এলাকাজুড়ে এ মহড়া চলছে। এতে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরা হবে। পাশাপাশি এ মহড়ার মাধ্যমে যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের গোয়েন্দা কমান্ড এবং প্রতিরক্ষা প্রস্তুতিও তুলে ধরা হবে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রাডার ব্যবস্থা মহড়া চলাকালে সামরিক অনুশীলনে ব্যবহার করা হবে। মহড়ায় অংশগ্রহণকারী একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো ৩রা খোরদাদ। ৭৫ কিলোমিটার পাল্লার মধ্যে ৩০ কিলোমিটার উচ্চতায় আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র একযোগে অনেক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া, ইলেক্ট্রনিক যুদ্ধ এবং অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলা করতে সক্ষম এটি। মহড়ার অন্য একটি ক্ষেপণাস্ত্রের নাম তাবাস। ৬০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র ৩০ কিলোমিটার উচ্চতায় আঘাত হানতে পারে। এটি সব ধরনের বৈরী লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এ ছাড়া, ত্রিমাত্রিক ক্ষেপণাস্ত্র কাদির ১১০০ কিলোমিটার পাল্লার মধ্যে আকাশ পথের যে কোনো হুমকি শনাক্ত এবং তার পেছনে ধাওয়া করতে পারে। মাতলা-উল-ফজর নামের রাডার ব্যবস্থা ৫০০ কিলোমিটার পাল্লার মধ্যে আকাশ পথের যে কোনো হুমকি শনাক্ত করতে পারে। এ ছাড়া, শনাক্ত করতে পারে নানা ধরনের বিমান এবং ড্রোন। প্রেসটিভি, ফার্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
md babul kazi ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ৭:৪৩ এএম says : 0
I like iran&irany peowple.so I want upar upper position of Iran.
Total Reply(0)
Abu Abrar ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:১৭ এএম says : 0
Good
Total Reply(0)
৬ ফেব্রুয়ারি, ২০১৭, ২:৩৭ পিএম says : 0
Good luck. .....
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন