বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে বি ইউ শুভ নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘আকাশ ছোঁয়া নীলিমা’। এতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন নাদিয়া খানম, শবনম ফারিয়া ও এস এন জনি। জনি এর আগে বি ইউ শুভ’র নির্দেশনায় চিত্রনায়িকা পপির বিপরীতে ‘নবনীতা তোমার জন্য’ এবং মেহজাবিনের বিপরীতে ‘বাইকম্যান’ নাটকে অভিনয় করেছিলেন। বিরতির পর আবারো জনি বি ইউ শুভ’র নির্দেশনায় নাদিয়া খানম এবং শবনম ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন। এতে জনি অভিনয় করছেন আকাশ চরিত্রে। বাকি দুটো চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন নাদিয়া নদী ও শবনম ফারিয়া। এরইমধ্যে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘শুভ’র নির্দেশনায় এটিই আমার প্রথম কাজ। স্ক্রিপ্টটা খুব ভালো, তাই বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছি।’ এস এন জনি বলেন, ‘শুভ’র নির্দেশনায় এর আগে আমি দুটো ভালো নাটক এবং টেলিফিল্মে কাজ করেছি। দুটোই প্রচারের পর দারুণ সাড়া পেয়েছি। আশা করি, আকাশ ছোঁয়া নীলিমা’র জন্যও বেশ সাড়া পাবো। কারণ এর গল্প অসাধারণ।’ নাদিয়া খানম এই টেলিফিল্মে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করছেন। যে কারণে এই টেলিফিল্মে নতুন এক নাদিয়া নদীকে দেখতে পাবেন দর্শক। নাদিয়া খানম বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি কাজ করেছি। কিন্তু শুভ’র নির্দেশনায় আকাশ ছোঁয়া নীলিমা টেলিফিল্মটি নিয়ে আমি আশাবাদী। কারণ বেশ গুছানো একটি কাজ হয়েছে। শুভ অনেক যতœ নিয়ে এটি নির্মাণ করেছেন।’ শুভ জানান ‘আকাশ ছোঁয়া নীলিমা’ নাটকটি রচনা করেছেন পারভেজ। আসছে ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ফেব্রæয়ারি মঙ্গলবার রাত ১০.৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন