ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের নির্বাসিত নেতা মোহাম্মদ নাশিদ বলেছেন, ২০১৮ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চলতি সপ্তাহে কলম্বোতে তার মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)’র সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তিনি ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলংকার রাজধানী কলম্বোতে নির্বাসনে থাকা দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর নাশিদ কলম্বোতে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচনে এমডিপি প্রার্থী দেবে। আমি সেই প্রার্থী হবো বলে আশাবাদী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে মোহাম্মদ নাশিদকে অবশ্যই দেশে ফিরতে হবে। আর দেশে ফিরলেই তিনি গ্রেফতার হবেন এটা অনেকটা নিশ্চিত। কারণ, দেশে সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে এক বিতর্কিত রায়ে তার সাজা হয়েছে। মালদ্বীপের সংবিধান অনুযায়ী ২০১৫ সালে এক ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নাশিদ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। তবে নাশিদ আশা করেন, আন্তর্জাতিক চাপে সাড়া দিয়ে সেই বিধিনিষেধ তুলে দেয়া হবে। জাতিসংঘের একটি প্যানেল সন্ত্রাসবাদের অভিযোগে নাশিদকে দোষী সাব্যস্তকরণ এবং ১৩ বছরের সাজাদান অবৈধ বলে রায় দিয়েছে এবং ইয়ামিন সরকারকে নাশিদকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে। নাশিদ ২০১৬ সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য যুক্তরাজ্য গমন করেন এবং রাজনৈতিক আশ্রয় লাভের পর সেখানেই গত এক বছর যাবত অবস্থান করছেন। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন