রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

অগ্রণী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধান সম্মেলন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গতকাল শনিবার হোটেল লা মেরিডিয়ান, ঢাকাতে অগ্রণী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধান সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। আরো বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নির্মল চন্দ্র ভক্ত। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, অঞ্চল প্রধান ও কর্পোরেট শাখা প্রধানসহ সকলস্তরের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১৬ সালে অর্জিত মুনাফা, আমানত, আমদানি, রফতানি এবং রেমিট্যান্সসহ সার্বিক কর্মকান্ড আলোচিত হয়। গভর্নর সরকারি মালিকানাধীন ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণ, অটোমেশনসহ অন্যান্য ক্ষেত্রে এ ব্যাংকের প্রথম অবস্থানকে সাধুবাদ জানান এবং আগামীতে এ ব্যাংকের এ অবস্থান আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি ২০১৭ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা বিশেষ করে শ্রেণিবিন্যাসকৃত ঋণ আদায় করে এবং নতুন শ্রেণিকরণ রোধ করার মাধ্যমে এ হার কাক্সিক্ষত মাত্রায় হ্রাস করার পরামর্শ দেন। নতুন গ্রাহক খোঁজে বের করে কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক কর্মকাÐে এসএমই ঋণের গুরুত্ব বর্ণনা করে তিনি এ খাতে অর্থায়নের পরামর্শ দেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন