স্টাফ রিপোর্টার : বেশ কয়েকটি নতুন গান মুক্তির মধ্য দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করবে রবি ও এয়ারটেল ইয়ন্ডার মিউজিক। মুক্তি পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে হৃদয় খানের ‘জানিনা বুঝিনা’, বালামের পূর্ণাঙ্গ অ্যালবাম ‘গল্পের শহর’, শূন্য’র ‘শুধু আমার’, রবি সেরা প্রতিভার অ্যালবাম ‘প্রতিভার আলো’ এবং সিলভার লাইটস’র অ্যালবাম ‘ব্যস্ত শহর’। আয়োজনে রয়েছে সুরাঞ্জলী’র ব্যানারে মুন ফিচারিং মালার নতুন একক গান ‘তোর মনেতে’, শাকের রাজা ফিচারিং মালার একক গান ‘কোন রংঙে’, ইউ ফ্যাক্টর’র ব্যানারে আহমেদ রাজীব ফিচারিং ‘পূর্ব-পশ্চিম’, ডিজে একেএস ফিচারিং পারভেজ’র একক গান ‘আজ আবার’, রিকস রেকর্ড’র ব্যানারে ও নেওয়াজ মাহতাব’র একক গান ‘ছোট কোন গল্প’, সিএমভি’র ব্যানারে কণার একক গান ‘ইশারা’সহ আরো অনেক অনেক গান। এ ভালোবাসা দিবস উপলক্ষে ‘গাঙচিল’ রবি ও এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক’এ বেশকিছু একক গান মুক্তি দেবে। এগুলোর মধ্যে রয়েছে অটামনাল মুন ফিচারিং সালমা’র ‘আমি গানের পাখি রে’, সামিনা চৌধুরী’র ‘আমার চিলে কোঠা মন’, মুন’র একক ‘তুই কি আমার সুখে থাকার অসুখ হবি’। এছাড়া রয়েছে মিনার’র গাওয়া ‘তা জানিনা না’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন