চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ‘শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা’ বিলাসবহুল একটি জিপ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল (সোমবার) বিকালে চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ।
তিনি বলেন, আমাদের কাছে খবর ছিল শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা একটি মিতসুবিশি জিপ চট্টগ্রামে চলাচল করছে। বিআরটিসি থেকে দেয়া নম্বরের সঙ্গে উদ্ধার করা গাড়িটির নম্বরের মিল নেই জানিয়ে তারেক বলেন, গাড়িটির নম্বর প্লেটে ইংরেজিতে চট্টমেট্রো এসএইচএ- ০০-০০৯৭ লেখা আছে। সাধারণত এ ধরনের নম্বর শো-রুমে থাকা গাড়িতে দিয়ে রাখা হয়।
তিনি বলেন, বিকালে আমাদের কাছে খবর আসে চট্টেশ্বরী রোডে মেডিকেল কলেজ ছাত্রাবাসে গাড়িটি রাখা আছে। এর পর সেখানে গিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলেছি, কিন্তু গাড়ির মালিক বা চালকের কোনো সন্ধান পাইনি। গাড়িটির দরজা েেখালার পাশাপাশি মালিক ও চালকের সন্ধান করা হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা তারেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন