বেনাপোল অফিস : যশোরের শার্শা সীমান্তের ডিহি এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটটি তাজা ককটেল বোমাসহ ছয় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে যশোর কোর্ট হাজতে প্রেরণ করেছে শার্শা থানা পুলিশ। শার্শা থানার ওসি মনিরুজামান মনির ও স্থানীয়রা জানান, গোপন সংবাদে জানতে পারেন, একদল দুর্বৃত্ত ডিহি এলাকায় গোপন বৈঠক করছে। এ ধরনের খবরে মঙ্গলবার ভোররাতে শার্শা ডিহি এলাকায় অভিযান চালায় পুলিশ। বৈঠককালে আটক করা হয় ডিহি রঘুনাথপুর গ্রামের বিএনপি কর্মী লোকমান হোসেনের ছেলে নুরুল ইসলাম, গোকর্ন গ্রামের আরসাদ সর্দারের ছেলে ওলিয়ার রহমান, পন্ডিত গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসমাইল সর্দার, আব্দুল কাদেরের ছেলে আবদুুল মাবুদ, আবদুল রাজ্জাকের ছেলে গিয়াস উদ্দিনকে এবং খোরশেদ আলমের ছেলে পালাতক আসামি নুর হোসেনকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয় আটটি বোমা। অজ্ঞাত নামা পাঁচ-ছয়জনসহ আটক আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে যশোর কোর্টহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন