সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আরও ২টি জাহাজ কিনছে বিএসসি

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন থেকে আরও ২টি জাহাজ কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার সচিবালয়ে চাইনিজ ইনস্টিটিউট অব মেরিন অ্যান্ড অফসোর ইঞ্জিনিয়ারিং এইচবি কোম্পানি লিমিটেডের সঙ্গে বিএসসির একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্বারক সই শেষে নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে বিএসসি’র মাত্র ৩টি জাহাজ রয়েছে। এই প্রতিষ্ঠানকে গতিশীল ও লাভজনক করতে ৩৬টি জাহাজ যুক্ত করা হবে এবং ২০১৮ সালের মধ্যে চীনে তৈরি করা ৬টি জাহাজ বিএসসির বহরে যুক্ত করা হবে। এজন্য পায়রা সমুদ্র বন্দরকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এ জাহাজ কেনা হবে। জাহাজ দুটির প্রতিটির ধারণ ক্ষমতা হবে ৪০ হাজার কিউবিক মিটার। চুক্তি সইয়ের পরবর্তী ১৮ মাসের মধ্যে জাহাজ দুটি বিএসসির কাছে পৌঁছাবে বলে জানা গেছে। চুক্তিতে বিএসসির পক্ষে সই করেন এম হাবিবুর রহমান ভুঁইয়া ও চীনা কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার ইয়ান জুন। -ওয়েবসাইট
গোপালগঞ্জে কৃষক সমাবেশে কৃষি সচিব
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত খেসারি ২ সহ অন্যান্য ফসলের উন্নত জাতের উৎপাদন প্রযুক্তি শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সরেজমিন গবেষণা বিভাগ ও গোপালগঞ্জ কৃষি সম্প্রসার অধিদফতরের সহাযোগিতায় আয়োজিত এ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য প্রদাণ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার, কৃষক ফিরোজ মোল্লাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ কৃষক সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলার সহস্রাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। এ দিন কৃষি সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে ওই প্রকল্প আয়োজিত কৃষক সমবাবেশ ও মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন