শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১১টার সময় অপহরণকারীরা ওই ছাত্রীর মুক্তিপণ হিসেবে তার অভিভাবকের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতা উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ১৮ ফেব্রæয়ারি শনিবার দুপুরে টিফিনের সময় স্কুলের সামনে থেকে সে অপহৃত হয়। এ ব্যাপারে ছাত্রীর বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, তার বোন স্কুলে যাতায়াতের সময় প্রায় সময়ই কালিয়াকৈর উপজেলার খলিশাদানী গ্রামের বাদশা মিয়ার পুত্র আনোয়ার হোসেন (২৩) উত্যক্ত করত। শনিবার দুপুরে স্কুলের টিফিনের সময় আনোয়ার তার আরও দুইজন সহযোগী নিয়ে একটি প্রাইভেটকার যোগে ওই ছাত্রীকে গাড়িতে তুলে নিয়া যায়। ছাত্রীর পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনেরা তাকে খোঁজাখুঁজি করা অবস্থায় রাত ১১টার দিকে সাকিব পরিচয় দিয়ে ০১৭৮৯১৩৬৫৪৯ নাম্বার থেকে ছাত্রীর দুলাভাই মো: সালাউদ্দিনের মোবাইল ফোনে (০১৯২২১১৬১৪৬) ফোন করে মুক্তিপণের ৫ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, অভিযোগটি তদন্তের জন্য পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন