সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় আ’লীগের দু গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ বাড়িঘর ভাঙচুর

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা :-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে সোমবার সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশের ছোড়া গুলিতে ১ নারীসহ ৪ জন ও সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০৮ রাউন্ড রাবার বুলেট ও ১৬ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জনকে আটক করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানায়, বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মিনা এবং আওয়ামী লীগ নেতা ইউনুস শিকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে সোমবার সকাল থেকে কয়েক দফায় উভয় নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত মো: মিল মিয়া, জাকির হোসেন, গুলিবিদ্ধ ইতি খাতুন ও আতিয়ার মোল্ল্যা কে মাগুরা সদর হাসপাতালে ুএবং আজগর, ফিরোজ মৃধা, উমর শিকদার, বকুল মোল্যা, মোস্তফা কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অর্ধশত বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাগুরার পুলিশ সুপার মো: মুনিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন