সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৭তম সভায় উক্ত লভ্যাংশের সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর ডাঃ মো. রেজাউল হক (অবঃ)। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয়, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এহসানুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ ২০১৭ এবং আগামী ৩০ মার্চ ২০১৭ তারিখে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। আর্থিক বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ২০১৬ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.১০ টাকা এবং শেয়ার প্রতি নিট এসেট ভ্যালু (এনএভি) ছিল ১৯.২২ টাকা। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন