মায়ের ভাষা
আলম শামস
আমার তোমার সবার ভাষা
প্রিয় বাংলা ভাষা,
মায়ের মুখের বাণী শুনেই
আসলো মুখে হাসা।
হীরা বলো মুক্তা বলো
সবার চেয়ে দামি,
হিন্দি বলো তুর্কি বলো
মায়ের ভাষায় আমি।
মনের ভেতর ভাষার নদী
কলকলিয়ে বয়,
এই নদীটার সুরে সুরে
মানুষ কথা কয়।
সালাম রফিক বরকত জব্বার
ফিরে ফিরে আসে
একুশ এলেই শহীদ মিনার
ফুলে ফুলে হাসে।
একুশ মানেই বাংলা ভাষা
মায়ের শত আশা
এই ভাষাতে ফসল ফলায়
রাখাল কৃষক চাষা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন