শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাল সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, ভোটারবিহীন সরকার কর্তৃক গ্যাস, গ্যাসের মূল্য বৃদ্ধির অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি ০২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ  দেশব্যাপী অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে’। ঢাকায় অবস্থান কর্মসূচি কোথায় পালিত হবে তা আজ বুধবার গণমাধ্যমকে জানানো হবে বলে জানান রিজভী।
বামদলগুলোর অর্ধদিবস হরতালে পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠনের আহূত  হরতালে শাহবাগে পুলিশ জলকামানের গরম পানি নিক্ষেপ ও  বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এর ফলে হরতাল সমর্থকরা আহত হয়েছেন। এটা প্রমাণ করে, জনস্বার্থ সমর্থিত কোনো প্রতিবাদ সরকার সহ্য করতে পারে না। বিএনপির পক্ষ থেকে পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিজভী বলেন, ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই সরকার ৫ গুণ গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের মূল্য বাড়লে জনগণ কতটুকু কষ্ট পাবে, ব্যবসা-বাণিজ্য-শিল্প কতটুকু প্রভাব পড়বে, এটা সরকার বিবেচনা করেনি। কারণ এই গণবিরোধী সরকার,  ভোটারবিহীন সরকারের এটা বিবেচনা করতে হয় না। ক্ষমতায় থাকার জন্য প্রভুদের খুশি রাখতে পারলেই তাদের টিকে থাকাটা নিশ্চিত হয়।
তিনি আরো  বলেন, সমাজের  কোনো অংশের কথা পাত্তা না দিয়ে সরকারের একতরফাভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে তাচ্ছিল্য করারই শামিল। সত্যিকার অর্থে সরকার লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে বলে এখন তারা বোবা-কালা হয়ে গেছে। এখন জনগণের  কোনো দাবি তাদের কান দিয়ে ঢুকছে না।
তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ত্রাস সৃষ্টি করে অবৈধ সত্তা নিয়ে ক্ষমতার রঙ্গমঞ্চে দাপট দেখিয়ে জনগণকে ভয় পাইয়ে দেয়াটাকে জরুরি বলে মনে করছে। মানুষ এখন এক বিভীষিকাময় পর্ব অতিক্রম করছে। ক্ষমতার তাখতে-তাউস থেকে কিছুতেই নামতে চাচ্ছেন না প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। দেশ গোল্লায় যাক তাতে কিছু আসে যায় না। উন্নয়নের নামে কিছুই দৃশ্যমান নয়, শুধু বায়ুদূষণ, পরিবেশ দূষণ, শব্দদূষণে দেশের মানুষের জনস্বাস্থ্য এখন হাসপাতালের ইমার্জেন্সিতে অবস্থান করছে। ঢাকায় বায়ু দূষণের ধোঁয়াশা দুর্বিষহ দুর্দশার সৃষ্টি করেছে। কিন্তু তারপরেও নাকি বলতে হবেÑ দেশে উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে।
ফেনীতে বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান সিরাজী আদালতে হাজিরা দিতে  গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা এবং সোনাগাজী উপজেলার যুবদল নেতা আবুল কাশেমের বিরুদ্ধে মামলায় কারাফটক থেকে পুনরায় গ্রেফতারের নিন্দা জানান রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস-চেয়ারম্যান আব্দুুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব  সৈয়দ  মোয়াজ্জেম  হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন, আব্দুুল আউয়াল খান, সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, মোরতাজুল করীম বাদরু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন