আমার স্বরবর্ণ
মনিরা ইসলাম
প্রকাশক : ছালমা ইসলাম। প্রকাশকাল : ২০১৭
সিঁড়ি প্রকাশন, চৌধুরী আর্কেড (৪তলা)
মগবাজার, ঢাকা। মূল্য : ১০০ টাকা
মনিরা ইসলামের ‘আমার স্বরবর্ণ বইটি’ পড়তে বাচ্চারা খুব আনন্দ পাবে। খুব সহজেই তারা স্বরবর্ণ শিখতে পারবে। বইয়ের কভার আকর্ষণীয়, ঝলমলে। একই লেখকের
একই সময়ে, একই প্রকাশনা থেকে বের হয়েছে
সংখ্যা শিখি সংখ্যা লিখি
সংখ্যাগুলোতে নানা ছবি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। শিশুরা এতে বেশ মজা পাবে। ছাপা ঝকঝকে।
মূল্য : ১৩৫ টাকা।
ষ তৈমুর হোসেন ভূঁইয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন