সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ফুলছড়িতে ভুট্টা ফসলের মাঠ দিবস

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ভুট্টা ফসলের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ও ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলার চরাঞ্চলীয় ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামী বাজার এলাকায় ভুট্টা ফসলের উপর এক বিশাল কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ.কা.মো. রুহুল আমিন।
ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফ হোসেন, উপজেলা ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতলুবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার এস.এম মিজানুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। কৃষক মাঠ দিবসে উন্নত পদ্ধতিতে ভুট্টা চাষের কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয় এবং নতুন জাতসমূহের পরিচিতি প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন