এমনটা ভারতের যে কোনো নাগরিকের ক্ষেত্রে না হয় মেনে নেয়া যেতো। কিন্তু এমনটি ঘটেছে কবিতা কৌশিকের মতো একজন তারকার ক্ষেত্রে। ‘এফ.আই.আর’ সিরিয়ালে ইনস্পেক্টর চন্দ্রমুখী চৌতালার ভূমিকায় অভিনয় করে সারা ভারতেই তিনি পরিচিত একজন মানুষ। কিন্তু এই সুপরিচিত মানুষটির সঙ্গেই নাকি প্রতারণা করেছে ভারতের এক শীর্ষস্থানীয় ব্যাঙ্ক। অন্তত কবিতার তাই অভিযোগ।
কবিতা তার সোশাল মিডিয়া পেইজে প্রকাশ করেছেন ব্যাঙ্কটি তার অজ্ঞাতসারে তাকে ফাঁদে ফেলে ঠকিয়েছে।
অভিনেত্রীটি আরও প্রকাশ করেছেন ব্যাঙ্কের নির্বাহীদের লাগাতার জ্বালাতন সইতে না পেরে তিনি তাদের ম্যাক্স লাইফ পলিসি নামে একটি স্কিমে কিছু অর্থ বিনিয়োগ করেন। এই পলিসি খোলার সময় তাকে জানান হয় যে তার ইচ্ছা মতো তিনি টাকা প্রত্যাহার করে নিতে পারবেন কোনো রকম জরিমানা ছাড়াই। কিন্তু পরে দেখা যায় তার বিনিয়োগ করা অর্থের অর্ধেকটাই কেটে রাখা হবে।
এই বিষয়টি জানিয়ে তিনি নারী-পুরুষ সবাইকে সতর্ক করেছেন অ্যাক্সিস ব্যাঙ্কে বিনিয়োগ নিয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন