বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা রোজিনা ফেসবুকে তার নামে ভুয়া আইডি নিয়ে বিপাকে পড়েছেন। রোজিনা নাম দিয়ে সার্চ করলে অসংখ্য ফেক ফেসবুক আইডি পাওয়া যায়। তবে এরমধ্যে রোজিনার আসল আইডির অবিকল রেনু পার্ল নামের একটি আইডি রয়েছে। এসব ফেসবুক আইডি থেকে একের পর এক বিভ্রান্তিমূলক এবং বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। যার জন্য রোজিনার সম্মানহানি হচ্ছে এবং তিনি বিব্রত হচ্ছেন। রোজিনা বলেন, আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে রেনু পার্ল নামে। সেখানে গুটিকয়েক সাংবাদিক, আমার পরিবারের লোকজনরা আছেন। তবে সেটি রোজিনা নামে নয়। কিন্তু আমি দেখেছি আমার নামে অনেক ভুয়া আইডির ছড়াছড়ি। সেসব আইডি থেকে বিভিন্ন ছবি এবং স্ট্যাটাস পোস্ট করা হয়। অধিকাংশ পোস্ট বিভ্রান্তিকর, আবার কোনোটা উস্কানিমূলক। যেটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি। গত কয়েকদিন ধরেই অনেক অভিযোগ আসছিলো রোজিনা রেনু নামের একটি আইডি থেকে নানা রকম আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছে। নানা শিল্পীদের সঙ্গে ছবি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। আমার পরিচিত অনেক পরিচালক, শিল্পী, প্রযোজক, সাংবাদিকগণ এটিকে আমার আইডি ভেবে যুক্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে আমি চিন্তিত। শিগগিরই আমি আইনি ব্যবস্থা নেব। রোজিনা বলেন, ভুয়া আইডির ফ্রেন্ড লিস্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে তা থেকে বেরিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন