শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সোনালি আসর

ছড়া

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বাতেন বাহার
বাংলা ভাষার রিংটোন

মা ও মাটির প্রেমে... দরদ ছিলো ভাষার
প্রাণের চেয়েও দরদ বেশি ছিলো ভালোবাসার!
ভালোবাসার বিদগ্ধ বীর মায়ের দামাল ছেলে
বীরের খাতায় নাম লেখালো রক্তে হোলি খেলে।
হোলি খেলায় স্বপন যাদের হলো পলাশ বন
অশোক শিমুল ফুটলো পথে, জাগলো সবুজ মন।
সবুজ সতেজ মনের ভেতর মায়ের ভালোবাসা
ভালোবাসার রিংটোন মার প্রিয় বাংলা ভাষা।
ভালোবাসার রিংটোনে আজ বিশ্ব একাকার
দিন-প্রতিদিন বাংলা ভাষার খুলছে নবদ্বার।
বাংলা ভাষা দ্বার খোলে আজ লক্ষ কোটি মনের
তাই প্রতিদিন বাড়ছে কদর মাতৃভাষা ধনের।
সেরার সেরা যে ধন সবার ঋদ্ধ করে মন
ঋদ্ধ করে ভাব ভাষা, তাই অমূল্য রতন।
ভাষা শহীদ প্রেমের স্মারক, শহীদ মিনার সেজে
বাংলা ভাষার রিংটোন আজ সদাই উঠে বেজে,
যে রিংটোন পাখির মতো পাঁপড়ি পাতার বনে
বনের পাশে পাতার ঘরে লক্ষ কোটি মনে
সুর এঁকে যায় নতুন আশায়- নতুন অভিলাষে
তাই বাংলা রিংটোন আজ ঋদ্ধ ইতিহাসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন