চট্টগ্রাম ব্যুরো : নগরীর আমবাগান এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতার মো. আলম (৩২) সদরঘাট থানার একটি হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। সোমবার রাতে খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারের সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি হালকা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী শরিফুল আলম, মো. শরিফ, নাউক্কা আলম, নাক্কু আলম ও নাককাটা আলম ইত্যাদি নামে পরিচিত। সদরঘাট থানার একটি হত্যা মামলায় চার্জশিটভুক্ত এই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মারামারিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন