বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইসলামপুরে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির দ্বিতীয় ধাপের বরাদ্ধকৃত ১০ টাকা কেজি চাল সঠিকমাপে মঙ্গলবার থেকে প্রশাসনের তদারকিতে সুষ্ঠুভাবে বিতরণ শুরু হয়েছে। জানা গেছে, খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেওয়ানগঞ্জ উপজেলার ৩৫টি ও ইসলামপুর উপজেলার বিভিন্ন বাজারে ৫২টি ডিলার পয়েন্টে এ চাল বিতরণ কার্যক্রম চলছে। সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্প্রতিবার দেওয়ানগঞ্জ ও রোববার, মঙ্গলবার ও বৃহস্প্রতিবার ইসলামপুর উপজেলার প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ চাল বিতরণ কার্যক্রম চলবে। এসব দোকান থেকে প্রতিটি কার্ডধারী প্রতিমাসের জন্য চাল ১০ টাকা কেজি ধরে ৩০কেজি চাল নিতে পারবে। গত মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা বাজার ও দিঘলকান্দি বাজারসহ ইসলামপুর উপজেলার পাথর্শী, গোয়ালেরচর ও পলবান্ধা ইউনিয়নের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের দোকান পরিদর্শন করে দেখা গেছে কার্ডধারী খাদ্যবান্ধব ক্রেতাদের উপচেপড়া ভিড়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফর রহমানকে বিভিন্ন দোকান পরিদর্শন করতে দেখা যায়। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফর রহমান জানান, সরকারের এ খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তাবায়নে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম এহছানুল মামুন ও দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জিরো টলারেন্স ভূমিকা পালন করছেন, সার্বক্ষণিক মনিটরিং করছেন ১০ টাকা কেজির চাল বিক্রিয় কেন্দ্রগুলি। চাল বিতরণে কোনো অনিয়ম যাতে না হয়, সে জন্য গত ২৮ ফেব্রæয়ারি মিটিং করে সকল ডিলাদের সাবধান করে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন