বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

ভাষার ছড়া

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাতেন বাহার
বিশ্ব ভাষা দিবস

মায়ের পেটে থাকতে শোনা মায়ের সুখ ও দুখ
জন্মের পর দেখছি মায়ের মিষ্টি হাসি মুখ।
কান পেতে রোজ শুনছি মায়ের সুখ ও দুখের গাথা
তাতেই আমার ঋদ্ধ এখন মনের গোপন খাতা।

ভোর না হতে ভোরের পাখি মাতায় ফুলের বন
পুব আকাশে ভোরের সুরুজ জাগায় আলোড়ন!
প্রাণ খুলে তা দেখতে গিয়েÑ শুনি বাঁশির সুর
ধান কাউনের শীষ ঝুম্ঝুম্ শব্দ সুমধুর।

পাহাড় থেকে গড়ানো জল ঝরনা হয়ে ছুটে
ঝরনা পাড়ে নতুন আশায় পাহাড়ি ফুল ফুটে।
পাহাড় ঘেঁষে বাউল কবির সুর সাধনা গীতি
যে সুর মায়ের প্রিয় ভাষায় ভাবের পরিচিতি।

দোলনা থেকে জীবন মরণ যেই ভাষাতে লেখা
যেই ভাষাতে দৃষ্টি মেলে হয়রে সবই দেখা,
সে ভাষারই রাঙা প্রভাত দিয়েছে মুছে লাজ
সম্মানে যার বিশ্ব ভাষা দিবস পালন আজ।

এইচ এম মোমেন ভূঁইয়া
ভাষার সেরা বাংলা

শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়
একুশ এলো ফাল্গুনে,
তাইতো সবাই মাতৃভাষায়
গান করে যে গুনগুনে।
সব বাঙালি মাতৃভাষায়
কয় যে মনের কথা,
বাংলা মায়ের মুখের কথায়
জুড়ায় মনের ব্যথা।
সকল দেশের মাতৃভাষার
এনে দিলে যে মান,
তাইতো এখন মুখে সবার
বাংলা ভাষার গুণগান।
কি আনন্দ মনের মাঝে
মাতৃভাষার জন্য,
হাজার হাজার ভাষার মাঝে
বাংলা ভাষাই ধন্য।

মু. আব্দুল আজিজ নোমান
একুশ মানে

একুশ মানে প্রাণের ভাষা
একুশ মানে মুখের,
একুশ মানে মনে আসা
দিনগুলো সব দুঃখের।
একুশ মানে ভাষার তরে
উৎসর্গ করা প্রাণ,
একুশ মানে ছড়িয়ে পড়া
তাজা রক্তের ঘ্রাণ।
একুশ মানে খুনের বিনিময়ে
ছিনিয়ে আনা ভাষা,
একুশ মানে বুকের মাঝে
রক্ত-সাগর ঠাসা।

একাদশ শ্রেণী, মাদ্রাসা রোড
মংলা, বাগেরহাট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন