শিশুদের মন খারাপ
আজ শেষ হয়ে যাবে একুশের বইমেলা। স্বাভাবিকভাবেই পড়ুয়া শিশুদের মন একটু খারাপ। সোনা বন্ধুরা বইমেলাতো আর মাসের পর মাস চলতে পারে না। বইমেলা শুরু এবং শেষ হওয়ার একটা নীতিমালাও আছে। গতকাল মেলায় সন্ধ্যার দিকে মাবিয়া নামে ছোট্ট একটি শিশু কাঁদছিল মেলা শেষ হয়ে যাচ্ছে বলে। তার মাকে বলছিল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মেলা...। এক মাবিয়া নয় বহু মাবিয়ারই মন খারাপ মেলা শেষ হয়ে যাবে বলে। এবার বইমেলায় শিশুরা প্রচুর বই কিনেছে। দৌড়াদৌড়ি করে আনন্দ করেছে। নানা রকম খাবার খেয়েছে। মেলা শেষতো এসব আনন্দই শেষ।
আরও কিছু শিশু বই
প্রতিদিনই শিশুরা বইমেলায় আসছে, দেখতে কত সুন্দর, পড়তে কত মজা। আরও কিছু বইয়ের খবর এ সংখ্যায় দেয়া হলো...
শিশুর আচরণ শিশুর সাথে আচরণ
লেখক : মনছুর আজিজ
প্রকাশক : সূচিপত্র
মূল্য : একশ টাকা।
সাইফুল ইসলাম জুয়েলের বই
হিরামন পাহাড়ের রহস্য
প্রকাশনী : শিশুরাজ্য প্রকাশন,
(স্টল নং ৬২২)
প্রকাশক : আক্কাস খান
অলঙ্করণ : শ. আলী
মূল্য : দুইশত টাকা।
এলিয়েন ভূত
প্রকাশনী : দেশ পাবলিকেশন্স,
(স্টল নং ৪০৭-৪০৮)
প্রকাশক : অচিন্ত্য চয়ন
অলঙ্করণ : রবিউল ইসলাম সুমন
মূল্য : একশত টাকা
আকাশের গল্প
প্রকাশক : বাংলাদেশ রাইটার্স গিল্ড,
(স্টল নং ৩৯০)
প্রকাশক : পারভেজ রানা
প্রচ্ছদ ও অলঙ্করণ : রিফাত
মূল্য : আশি টাকা।
অয়নের গাছবন্ধু (শিশু কিশোর গল্প)
শামীম খান যুবরাজ
প্রচ্ছদ : সোহাগ পারভেজ
প্রকাশক : বাংলাদেশ রাইটার্স গিল্ড
মূল্য : ১০০টাকা
গ্রন্থনা : মোহন খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন