রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটিতে শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপনসংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে রাঙামাটির ডিসি বাংলোপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, সারাদেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা রোধকল্পে পরিচালিত অভিযানের অংশ হিসেবে রাঙামাটিতেও নাশকতাবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধারণা করা হচ্ছে তারা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। তবে তাদের ইতিহাস পর্যালোচনা করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো যাবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
আটক ছয়জন হলেন, লালমনিরহাট জেলার বাসিন্দা আব্দুল গফুরের পুত্র হারুন অর রশিদ (৩০), (তিনি শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক। রাঙামাটি জেলার পাবলিক হেলথ এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল আলম (১৮) চট্টগ্রাম জেলার মোহাম্মদপুর এলাকার সিরাজুল আলমের পুত্র মো. ইউসুফ বিন সিরাজ (৩০), রাঙ্গামাটির নানিয়ারচার উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মৃত: আব্দুল বারেকের ছেলে মো. মোস্তফা কামাল (১৯), লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মো. জামাল উদ্দীনের পুত্র মো. সাখাওয়াত হোসেন (১৬), চট্টগ্রাম জেলার পাইনদং এলাকার এনামুল হকের পুত্র মো. ইরফানুল হক (১৭)।
পুলিশ জানায় আটককৃতদের মধ্যে লালমনিরহাট জেলার হারুন অর রশিদ রংপুর জেলার কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এছাড়া রংপুর জেলার পীরগাছা থানার একটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন