গত বুধবার সকাল সাড়ে ১১টায় কোম্পানির কর্পোরেট অফিস রাজধানীর পুরানা পল্টনস্থ ডিআর টাওয়ারের ১৪ তলায় ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর ১৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিয়া ফজলে করিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএইচএম মোজাম্মেল হক, তাজুল ইসলাম, আশোক রঞ্জন কাপুড়িয়া, আবদুল্লাহ হাসান, শাহজাদী বেগম, ফারহানা নাসরিন ও শোয়েরা জহির প্রমুখ। সম্মেলনে ২০১৬ সালের ব্যবসায়িক সফলতা ও ২০১৭ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কোম্পানির গ্রাহক শুভাকাঙ্খী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন