শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৭তম বার্ষিক সাধারণ সভা

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানীর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর পুরানা পল্টনসহ ডিআর টাওয়ারে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ (মাহিন)। সভায় ২০১৬ সালের কোম্পানীর বার্ষিক প্রতিবেদন অনুমোদন ও ২০১৭ সালের অডিটর নিয়োগ করা হয়। এছাড়াও কোম্পানীর ২০১৬ সালের ব্যবসায়িক কর্মকান্ড পর্যালোচনা এবং ব্যবসায়িক সাফল্যের সন্তোষ প্রকাশ করে সমাপ্ত বছরের লাভের উপর ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও কোম্পানীর সঞ্চিত আয় থেকে ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। পরিশেষে, কোম্পানীর উত্তরোত্তর সাফল্য কামনা করে আগামীতে প্রতিষ্ঠানটিকে আরো বেগবান করার লক্ষ্যে সকল নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন