কমেডি তারকা কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভারের বিবাদ নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। অবশেষে সুনীল (ছবিতে ডানে) কপিলের ‘দ্য কপিল শর্মা শো’ ছাড়লে তাই সত্যি প্রমাণিত হল।
জানা গেছে মেলবোর্ন থেকে মুম্বাই ফেরার পথে কপিলের সঙ্গে সুনীলের এই বিবাদ হয়েছিল। এর সূচনা হয় একই শোয়ের আরেক শিল্পী চন্দন প্রভাকরের সঙ্গে কপিলের রাগারাগি থেকে। জানা যায় কপিল চন্দনকে গালাগালি করতে শুরু করলে সুনীল তাকে থামাতে চেষ্টা করেন। এতে কপিল আরও রেগে যান এবং সুনীলকে অপমান করা শুরু করেন।
এক সূত্র বলেছে, “কপিল ঝগড়া অব্যাহত রাখে এবং তাদের বলে তার কারণেও তারা এতো জনপ্রিয়তা পেয়েছে। সুনীলকে তিনি ফ্লপ অভিনেতা বলে অভিহিত করেন এবং বলেন সে তার কাছে কাজের জন্য হামাগুড়ি দিয়ে এসেছিল। ঝগড়া এতো চরমে চলে যায় যে কিছু সহযাত্রী বিমান জরুরি অবতরণের অনুরোধ করে।”
অনুষ্ঠানের সব সহশিল্পীকে বিষয়টি নাড়া দিয়েছে। প্রথমে সুনীল শোটি ছাড়লেন, সম্ভবত এরপর চন্দনও তাকে অনুসরণ করবেন। অন্যরা অনুষ্ঠানটি বয়কট করবে বলে জানা গেছে।
সূত্র জানায় সেই সময় কপিল মাতাল ছিলেন।
অন্যদিকে কপিল জানিয়েছেন সুনীল শো ছাড়েননি, তার সঙ্গে তিনি কথা বলবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন