বিনোদন ডেস্ক: সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের আধুনিক গান ‘কেউ জানুক আর নাই জানুক’-এর মিউজিক ভিডিও ইউটিউবে ১ মিলয়নেরও বেশি দর্শক উপভোগ করেছেন। এ উপলক্ষে সুস্মিতা আনিস, সঙ্গীত পরিচালক অদিত রহমান এবং মিউজিক ভিডিও’র পরিচালক তানিম রহমান অংশু কেক কেটে ওয়ান মিলিয়ন ভিউ উদযাপন করেন। সুস্মিতা আনিস বলেন, শুদ্ধ সঙ্গীতের প্রসারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ‘কেউ জানুক আর নাই জানুক’-রোমান্টিক ধাঁচের আধুনিক গান। শ্রোতা-দর্শকের গানটি ভালো লেগেছে বলে তারা এটি উপভোগ করেছেন। শিল্পী হিসাবে শ্রোতাদের কাছ থেকেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। উল্লেখ্য, গানটির মিউজিক ভিডিও ২৬ ফেব্রুয়ারী রিলিজ করা হয়েছিল। মিউজিক ভিডিওতে অভিনয় করেন, অভিনেতা অপূর্ব এবং মডেল-অভিনেত্রী মেহজাবিন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন তানিম রহমান অংশু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন