গোলাম নবী পান্না
স্বাধীনতা বুকের ভেতর
স্বাধীনতা বুকের ভেতর সাহস এনে দেয়
দুঃখ ভোলার স্বপ্ন-সুখের পরশ টেনে দেয়।
দেশজুড়ে এক শান্তি ছায়ার ছবি এঁকে দেয়
সেই ছবিতে মনের যতো কষ্ট ঢেকে দেয়।
কষ্টগুলো ভুলেগিয়ে মুক্ত হয়ে চলা
দৃঢ় প্রত্যয় নিয়ে সবে যুক্ত হয়ে চলা।
পরাজয়ের গøানি ঠেলে দেশের জয়ে চলা
তবেই দেশে স্বাধীনতার সুফল বয়ে চলা।
কামরুল আলম কিরণ
আমাদের বাবু
আমাদের বাবু খুব
বড় ক্রিকেটার,
ব্যাটে বলে চৌকশ
জুড়ি মেলা ভার।
তার কাছে তুচ্ছ যে
শাকিবুল হাসান,
তামিম মুশফিক ওরা
হবে পেরেসান।
স্টেডিয়াম হলো
টিভি দেখা রুম,
সারাদিনই ঠোকাঠুকি
কেবা যাবে ঘুম।
একশ স্পীডে নাকি
ছুড়ে মারে বল,
কাঁচ ভাঙে সোকেসের
হাসে খল খল।
ব্যাটে বল মিলে যায়
মারে ছক্কা,
বল নাকি চলে যায়
সোজা মক্কা
আপু মাকে নিয়ে
ছোট্ট এ টিম,
বিশ্বকাপে যাবে
নতুন থিম।
মুহাম্মদ নাজমুল ইসলাম
স্বাধীনতার গান
১.
নিঝুম রাতের ওই অন্ধকারে চলছে একটি দল
স্বাধীন হওয়ার তীব্র আশায় ভাসছে চোখে জল
লড়ছে তারা দেশের তরে দেখবে নতুন দিন
সবার মুখে হাসি ফুটিয়ে করবে মন রঙ্গিন
২.
গুলির মুখে বিলিয়ে দিচ্ছে নিজের দেহ প্রাণ
তাদের চোখে ভাসবে দেখ বিজয়েরই নিশান
দামাল ছেলের সেই হুংকার হয়নি বৃথা বিরান
তাইতো মোরা গাচ্ছি আজ স্বাধীনতার গান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন