স্টাফ রিপোর্টার : ‘আমরা যাহারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সশরীরে দেখিবার সৌভাগ্য অর্জন করি নাই তাদের কাছে আহমদ ছফা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিকটতম তুলনা’। বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত দার্শনিক, লেখক ও কবি আহমদ ছফা স্মরণে আয়োজিত স্মৃতিবক্তৃতা অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান আজ একথা বলেন। তিনি আরো বলেন, আহমদ ছফা রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলেন, হিমালয়ের উচ্চতা ৫ মাইল বেড়ে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুরকে স্পর্শ করতে পারবে না। স্মৃতিবক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরী সভাপতির ভাষণে আহমদ ছফার স্মৃতিচারণ করে বলেন, আহমদ ছফার অনেক লেখা ছড়িয়ে আছে লিটল ম্যাগাজিনে। সেইসব লেখা সন্নিবেশিত করে প্রকাশ করা হলে সাহিত্য কর্মে আহমদ ছফার অবদান সম্পর্কে জানা যাবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণে জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান জাদুঘর নিয়মিতভাবে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে যাতে দেশ বরেণ্য কবি সাহিত্যিক বৃদ্ধিজীবী সম্পর্কে আজকের প্রজন্ম জানতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন