চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম রেলওয়ে কলোনীর কর্মকর্তা-কর্মচারীরা গত দেড় বছর ধরে পানি পাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবরে সিআরবি অঞ্চল সর্বদলীয় রেল শ্রমিক কর্মচারী সংহতি পরিষদের পক্ষ থেকে প্রেরিত অভিযোগে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বয়লিউ এভেনিউ ইঞ্জিনিয়ারিং কলোনীসমূহে পানি সরবরাহ বন্ধ করে ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সকে লাইন দিয়ে স্টেশনের উন্নয়ন কাজ চালাতে গিয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
বারবার আবেদন-নিবেদন করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। অকারণে দেয়াল ও নালা নির্মাণ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হলেও পানি সরবরাহের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
পানি দাবিতে ওই কলোনী বাসিন্দারা আগামী ২ এপ্রিল ডিইএন-২ অফিসে কলসি মিছিল, ১৬ এপ্রিল সিআরবিমুখী রাস্তায় অবস্থান ধর্মঘট, ২০ এপ্রিল সিআরবিতে অনশন ধর্মঘট এবং ৩১ মে সিআরবি এলাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন