মাগুরা জেলা সংবাদদাতা : মাদক ও জঙ্গিদের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার- এ বিষয়কে সামনে রেখে মাগুরা জেলা পুলিশ গতকাল (সোমবার) দুপুরে মাগুরা নোমানী ময়দানে জঙ্গি ও মাদকবিরোধী এক বিরাট সমাবেশ ও র্যালি করেছে। মাগুরার পুলিশ সুপার মোঃ মুনিবুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ জামান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোঃ মাহবুবর রহমান, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। সমাবেশে বক্তব্য রাখেন- মাগুরা জেলা ছাত্রলীগের সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলী, জেলা পরিষদের সাবেক প্রশাসক এড. শরিফুল ইসলাম প্রমুখ। মাগুরা সদর, শ্রীপুর, মহম্মাদপুর ও শালিখা উপজেলা থেকে ১৪৭ জন মাদকসেবী ও ব্যবসায়ী এ সমাবেশে ডিআইজি মহোদয়ের কাছে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসার মানসে আত্মসমর্পণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন