কক্সবাজার অফিস : গত ২৫ মার্চ ২০১৭ খ্রিস্টাব্দ রাতে নূরানী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কক্সবাজার শহরতলীর একটি মাদরাসায়। খুরুস্কুল রূহুল্লাহর ডেইল তায়ালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসায় ছিল কক্সবাজার-রামুর (দুই উপজেলার) রত্গনর্বা মা-বাবাকে সম্মাননা দেয়ার অয়োজন। যে পরিবারে ৩ জন হাফেজে কুরআন আছে সেই পরিবারের মা-বাবাকে রত্নগর্বা পরিবার আখ্যা দিয়ে তাদের সম্মাননা দেয়ার ব্যবস্থা করে ওই মাদরাসা। সেই সাথে সংবর্ধনা দেয়া হয় বিশ্ব বিজয়ী হাফেজে কুরআন হাফেজ মুহাম্মদ জাকারিয়াকে।
ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো কুরআন তেলাওয়াতে বিশ্ব বিজয়ী তারাকা হাফেজে কুরআন হাফেজ মুহাম্মদ জাকরিয়া। এই নূরানী মাহফিলে হাফেজ জাকারিয়ার সম্মানিত পিতা বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহর, বদর মোকাম মসজিদের ইমাম মাওলানা ইউনুচ ফরাজী, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যা জিএম রহিমুল্লাহ, খুরুস্কুলের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহীম, সাংবাদিক শামসুল হক শারেক, স্থানীয় আলেম ওলামা ও ইসলাম প্র্রি-কুরআন প্রিয় জনপ্রতিনিধি এবং হাজার হাজার দর্শকশ্রোতা। এতে করে অনুষ্ঠানটি হয়েছিল যেন নূরুন আলা নূর। অনুষ্ঠানে ৫৩টি পরিবারের রত্নগর্বা মা-বাবাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিশ্ব বিজয়ী তারাকা হাফেজ মুহাম্মদ জাকারিয়া যখন কুরআন তেলাওয়াত করছিল তখন মনে হচ্ছিল এই বুঝি লৌহে মাহফুজ থেকে কুরআন নাজিল হচ্ছিল। বিশ^ বিজয়ী হাফেজে কুরআনদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়ার জন্য অনুষ্ঠারেন পক্ষ থেকে আহবান জানানো হয়।
মন্তব্য করুন