শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খালেদা জিয়ার সাথে কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ। তিনি কানাডা পার্লামেন্টের সরকারি দলের সংসদ সদস্য। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। সাক্ষাতের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া ১৩৬তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন স্মিথের নেতৃত্বে কানাডীয় একটি সংসদীয় দল। স্মিথ কানাডা পার্লামেন্টের সদস্য এবং টরেন্টো বাঙালি অধ্যুষিত বিচেস ইষ্ট ইয়র্ক এলাকার সরকারি দলের এমপি। আগামী ১ থেকে ৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিইউ সম্মেলনে ১৬৮ দেশের এমপি অংশ নেয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন