খুলনা ব্যুরো : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহারুজ্জামান মোর্ত্তজা আদালতে আত্মসসর্পণ করেছেন। বিস্ফোরক আইনের মামলায় জামিন চেয়ে গতকাল রবিবার তিনি খুলনার মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে আত্মসমর্পণ করেন। মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, গত ২০১৬ সালের ৯ জুলাই রাত ৮টার দিকে খুলনা কারাগার সংলগ্ন স্টাফ কোয়র্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জেল সুপার মো: কামরুল ইসলাম বাদি হয়ে সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। এ মামলায় চলতি বছরের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন খুলনা থানার এসআই টিপু সুলতান। চার্জশিটে বিএনপি নেতা মোর্ত্তজাকে অভিযুক্ত করা হয়। তিনি আদালতে জামিন না নেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অবশেষে তিনি গতকাল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন