চট্টগ্রাম ব্যুরো : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরতর আহত চট্টগ্রাম কলেজছাত্র রিফাত রাসূল সৈকতের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। এ অস্ত্রোপচারের মাধ্যমে পা ফিরে পেয়েছে রিফাত।
গত শনিবার রাতে জটিল অপারেশনটি সম্পন্ন করেন মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল।
এ সময় তার সাথে অপারেশন টিমে ছিলেন কার্ডিয়াক সার্জন ডা: শরিফুল ইসলাম, চিফ অ্যানেস্থেসিওলজিস্ট ডা: মো. সুমন শিকদার।
রিফাতের বাবা আলমগীর হোসেন জানান, রিফাত নগরীর জামাল খান এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতাল থেকে স্থানান্তর করে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করি। মেট্রোপলিটন হামপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল বলেন, এ ধরনের রোগীকে ছয় ঘণ্টার মধ্যে অপারেশন সম্পন্ন করতে হয়। তা না হলে রোগীর ক্ষতিগ্রস্ত পা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি জীবনেরও ঝুঁকি থাকে। জরুরি অপারেশনের পর বর্তমানে রোগী সুস্থ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন