মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাউফলে দুইশত টাকার জন্য ভাই-বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাউফল উপজেলা সংবাদদাতা : মাত্র দুইশত টাকার জন্য ভাই-বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে পাওনাদার। গতকাল বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। ভাইয়ের নাম মো. ছিদ্দিকুর রহমান (৩৫) ও তার বড় বোন জাহানারা বেগমকে (৪৪)। আহত ভাই ও বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের রায় তাঁতেরকাঠী গ্রামের উত্তর মাথার দোকান এলাকা দিয়ে যাচ্ছিলেন ছিদ্দিকুর। ওই সময় তার কাছে মুদি দোকানের মালিক মো. নয়ন তালুকদার (৩০) ও তার বড় ভাই মো. সোহাগ তালুকদার (৪২) পাওনা টাকা চান। তখন ছিদ্দিকুর বলেন, তার নবজাতক সন্তান মারা গেছে, স্ত্রী খুবই অসুস্থ। ঢাকার একটি হাসপাতালে ভর্তি। এ কারণে তিনি ঢাকা যাচ্ছেন। তার ছোট ভাই টাকা পরিশোধ করবেন। এতে ক্ষুদ্ধ হন তারা। নয়ন অশালীন ভাষায় গালাগাল করেন ছিদ্দিকুরকে। এর প্রতিবাদ করলে ছিদ্দিকুরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর শুনে তার বড় বোন জাহানারা এগিয়ে এলে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।
আহত ছিদ্দিকুর বলেন,‘মাত্র দুই শ’ টাকার জন্য তার ওপর নয়ন ও সোহাগ হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে।’ নয়ন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় ছিদ্দিকুর তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তার বড় ভাই সোহাগও আহত হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন