শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাউফলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে ওই ফি আদায়ের নামে অর্থবাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকগণ। যদিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ জানিয়েছেন, শিক্ষার্থীদের কাছে বকেয়া টাকা এ সময় আদায় করা হয় বলে টাকার অঙ্ক বেশি মনে করা হচ্ছে। সংশ্লিষ্টি সূত্রে জানা গেছে, চলতি বছরে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য মানবিক বিভাগে ১৬৯৫, বিজ্ঞান ১৭৮৫ ও ব্যবসা শিক্ষায় ১৬৯৫ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরী বাবদ প্রত্যেক বিভাগে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ২০৮৫ টাকা একজন শিক্ষার্থীর ফরম পূরণ হওয়ার কথা হলেও উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের সেই নিয়মকে উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে তিন হাজার থেকে চার হাজার করে টাকা আদায় করছেন। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, বোর্ড ফি, কোচিং ফি, সেন্টার ফি নামে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নিলেও কিছু কিছু বিদ্যালয় শিক্ষার্থীদের কোন প্রকার কোচিং করান না। নাম প্রকাশে অনিচ্ছুক কালাইয়া হায়াতুন্নচ্ছো বালিকা বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের এক শিক্ষার্থীর হতদরিদ্র অভিভাবক বলেন, মেয়েকে বিদ্যালয়ের স্যারেরা ৩৮০০ টাকা নিয়ে ফরম পূরণ করতে বলেছে। কিন্তু গ্রামাঞ্চলে এখন অভাব-অনটনের দিন, এ সময় এত টাকা দিয়ে সন্তানের পরীক্ষার ফরম পূরণ করা এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনজুর মোর্সেদ জানান, শিক্ষার্থীদের কাছে সেশন ফি ও বকেয়া বেতন থাকায় ফরম পূরণের সময় ওই টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি আহাদ বলেন, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের খবর আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন