বাসে এক ছিনতাইকারী জনৈক যাত্রীর পকেটে হাত ঢুকাচ্ছিল
১. বাসে এক ছিনতাইকারী জনৈক যাত্রীর পকেটে হাত ঢুকাচ্ছিল। কিন্তু যার পকেটে হাত ঢুকাচ্ছিল তিনি টের পয়ে বললেন :
এই যে ভাই, আপনি আমার পকেটে হাত ঢুকাচ্ছেন কেন?
যাত্রী : এ সময় ঐ যাত্রী চট করে ছিনতাইকারীর গালে থাপ্পড় কষে মারল।
ছিনতাইকারী : ভাই আমি আপনার গালে থাপ্পড় মারিনি।
যাত্রী : আমি দেখেছি ঐ লোক মেরেছে
ছিনতাইকারী : ভাই আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন?
যাত্রী : দুঃখিত। আমি মনে করে ছিলাম এটা আমার গাল।
সংগ্রহে : আফসার আশরাফী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন