একটি ওকগাছ। কিন্তু এর চারপাশে যে ৮ ফুট জায়গা আছে, এটি তার নিজেরই। ওকগাছটিই তার মালিক। অনেক আগে ১৮০০ সালে এর মালিক ছিলেন কর্নেল উইলিয়াম জ্যাকসন নামের এক ব্যক্তি। তিনি দলিল করে মালিকানা ওকগাছের নামে দিয়ে দেন।
মন্তব্য করুন