বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

পয়লা বোশেখ

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাজী রফিকুল ইসলামপয়লা বোশেখ আবার বোশেখ

কয়টা বোশেখ এলো
ভরজীবনে জানি না কে
কয়টা বোশেখ পেলো!
বয়সটা কেউ বাড়িয়ে বলবে
এমন লোক তো কম,
শুধু বুড়ো কেউ বলে বয়সটা
একশ-ই একদম।
তার বয়সের অজ্ঞান-পর্ব
ধরার নিয়ম নেই,
কি হবে আর শেষ বয়সটা
এক হাজার বললেই।
রুগীর চেয়ে চিকিৎসকের
অসুখ বেশি হলেÑ
অজ্ঞানে তার বয়স গ্যাছে
খবর কোথাও মেলে?
খবর আছে কবর আছে
রক্ষা কিন্তু নেই,
আসল বয়স টেকো মাথায়
দাবা খেলা খেলবেই।
আসল বয়স দেখবে দাঁতে
চশমা-আঁটা চোখে,
হাঁটতে গেলেই দুর্বলতা
টের পেয়ে যায় লোকে।
ঘরে-বাইরে মাদকসেবী
হলেও ধরা পড়বেÑ
মেলায় গিয়ে যতোই তুমি
নাগর দোলায় চড়বে।
পয়লা বোশেখ আবার বোশেখ
কয়টা বোশেখ এলোÑ
জানবে তুমি অবশেষে
কে কার দাওয়াত খেলো।
আসল বয়স দেহের ভাঁজে
খুঁজে যখন পাবেÑ
মেজবান বাড়ি গিয়ে তখন
পান্তা-ইলিশ খাবে।
যতোই বয়স লুকাও তুমি
খেলো পুতুল খেলা,
চুরি-করা বয়স ধরা
পড়বে সারাবেলা।
অলিম্পিকে কাঁসার বাটি
পাওয়াই তোমার রীতি,
জন্মের আগে অজ্ঞান করো
নেই কি তোমার ভীতি?
২৫ চৈত্র, ১৪২৪ বাংলা সন।

সাজেদুল কিবরিয়া সাগর
নতুন বছরের আগমন

গাছে গাছে ফুল ফুটা
কালবৈশখীর পাগলা ছুটা,
নতুন সাজে বৈশাখী
কই রে তোরা সব সখী।
দল বেঁধে সব চল ছুটি
পান্তা ইলিশ, নয় পুঁটি
নাগরদোলায় ওঠবো মোরা
দল বেঁধে সব আয়রে তোরা।
ডরাসনে কেউ কাল ঝড়ে
টিনের চালায় আম পরে,
দুঃখ সব যাবে ওড়ে
আসবে সুখ মোদের তরে।
আলতা-টিপ, লাল চুড়ি
লাড্ডু, মিঠাই, খই-মুড়ি,
আসছে ঐ বৈশাখী
কইরে তোরা সব সখী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন