দেশব্যাপী স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় মাদারীপুর জেলায় এনসিসি ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং সম্মেলন-২০১৭ সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনায় মাদারীপুর জেলার ৩২টি তফসিলি ব্যাংকের ৭০টি শাখার উদ্যোগে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের মাদারীপুর শাখা ব্যবস্থাপক এসএম সালাম-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের হেড অব আরএমডি মো. খায়রুল আলম এবং হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মদারীপুর জেলা শিক্ষা অফিসার সুভাস চন্দ্র ওঝা, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মাহ্মুদুর রহমানসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন