রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিটি ব্যাংকের অর্থ সংস্থানে সামিট গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক সামিট গ্রুপের দুটি বিদ্যুৎ কেন্দ্র ১১৫ মেগাওয়াট সামিট-বরিশাল পাওয়ার লিঃ এবং ৫৫ মেগাওয়াট সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট-২ লিঃ-এর জন্য অর্থ সংস্থানে মূখ্য ভুমিকা পালন করেছে। ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিঃ (ইডকল), ইসলামিক করপোরেশন ফর ডেভেলপমেন্ট অব দি প্রাইভেট সেক্টর এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফইডি)-এর মাধ্যমে এ প্রজেক্টগুলোতে মোট ৭৭ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সংস্থান করা হয়। সম্প্রতি এ উপলক্ষে সিঙ্গাপুরে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আজিজ খান, সামিট গ্রুপের পরিচালক আঞ্জুমান আজিজ খান, সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ, ইডকল এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও মাহমুদ মালিক, ওএফআইডি এর পরিচালক তারেক আল নাসের, আইসিডি এর পরিচালক ফরিদ মাসমওদিসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন