শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

কৌতুকের ঝাঁপি

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আমি কি তোদের কাছে
এগুলো বিক্রি করেছি?

গৃহশিক্ষক ছাত্র পড়াচ্ছেন। এ সময় ছাত্রের পিতা রুমে ঢুকে গৃহশিক্ষককে প্রশ্ন করলেন :
-আচ্ছা মাস্টার সাহেব, আমার ছেলে ইতিহাসে কেমন করছে?
আমি নিজে ইতিহাসে কোনো দিনই ভালো করতে পারিনি।
মাস্টার সাহেব : তাই তো দেখেছি।
ছাত্রের পিতা : সেটা আবার কী?
মাস্টার সাহেব : ইতিহাসের পুনরাবৃত্তি।

তিন পাগল বসে একসঙ্গে গল্প করছে :
প্রথম পাগল : পুরো এশিয়া মহাদেশ আমার।
দ্বিতীয় পাগল : পুরো পৃথিবীটাই আমার।
তৃতীয় পাগল : সবকিছু তোদের বলছিস।
আমি কি তোদের কাছে এগুলো বিক্রি করেছি?
সংগ্রহে : আফসার আশরাফী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন