শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অরল্যান্ডো ব্লুম-নিনা ডোবরেভ ‘বন্ধুর চেয়ে বেশি’

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

এই তো এই মাসের প্রথম দিকে প্রেমিক যুগল হিসেবে গায়িকা কেটি পেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের। এখন অরল্যান্ডো অভিনেত্রী নিনা ডোবরেভের সঙ্গে সময় কাটাচ্ছেন। জানা গেছে তাদের এই সম্পর্কে বন্ধুত্ব থেকে বেশি।
সূত্র জানিয়েছে তারা পরস্পরকে বেশ দীর্ঘ সময় ধরে জানেন। সম্প্রতি তারা বেশ কিছু সময় একসঙ্গে কাটাচ্ছেন এবং তাদের মেলামেশা ‘বন্ধুত্বকে ছাড়িয়ে গেছে’। পরস্পরের সান্নিধ্যে তারা বেশ স্বস্তিতে থাকেন।
সপ্তাহ খানেক আগে তারা দুজনই ক্যালিফোর্নিয়াতে কোয়াচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভালে গিয়েছিলেন, তবে যুগল হিসেবে নয়। ব্লুমকে একটি পার্টিতে অন্য এক নারীর সঙ্গে দেখা গেছে।
কেটি পেরিও কোয়াচেলা গিয়েছিলেন তবে ব্লুমের সঙ্গে তার দেখা হয়েছি কিনা জানা যায়নি।
ব্লুম ২০০৭ থেকে প্রেম করার পর ২০১০ সালে সুপারমডেল মিরেন্ডা কারকে বিয়ে করেন। ২০১৩তে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ফ্লিন (৭) কার-ব্লুমের একমাত্র সন্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন