স্টাফ রিপোর্টার : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ‘মিড ইয়ার এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে’ যোগ দিতে চারদিনের সফরে অস্ট্রেলিয়ার ডারউইনে গেছেন সংসদীয় এ জোটের চেয়ারপার্সন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার পথে রওনা হন তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম, সংসদ সচিব আবদুর রব হাওলাদার বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান। সফর শেষে আগামী ২৮ এপ্রিল শিরীন শারমিনের দেশে ফেরার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন