শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউজিসি চেয়ারম্যানের বক্তব্য খন্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের বক্তব্য খন্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। গত ১১ এপ্রিল ইউজিসির চেয়ারম্যান একটি বেসরকারি চ্যানেলে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের (এপিইউবি) বিষয়ে মন্তব্য করেন। তার এ বক্তব্য অ্যাসেসিয়েশনের নজরে এলে সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন এ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সমিতির চেয়ারম্যানকে জানান, ওই চ্যানেল তার বক্তব্যকে খন্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করেছে। এপিইউবি’র পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিগত ২৫ বছর ধরে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করে আসছে। পদ্ধতিটি অত্যন্ত সফল ও পরীক্ষিত। সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রতিষ্ঠিত ও সফল একটি পদ্ধতিকে ভেঙে দুই সেমিস্টারের নির্দেশনা দেওয়া আমাদের কাছে বোধগম্য নয়। এর ফলে শিক্ষার্থীদের খরচ কমবে বলে যে ধারণা দেওয়া হচ্ছে সেটি প্রকৃত অর্থে বাস্তবসম্মত নয়। দুই সেমিস্টার পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের খরচ কমার কোনও কারণ নেই। উল্টো মাসভিত্তিক ফি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এপিইউবি মনে করে, এমন একটি সিদ্ধান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন