ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে মঙ্গলবার রাত ১১টার দিকে বিআরটিসি বাস, ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বিআরটিসি বাসের চালক, মাইক্রোবাসের যাত্রী সোহেল (৩৪)সহ অন্তত ১৫ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডাকাত দল রাস্তার উপর গাছের একাধিক গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে ডাকাতি সংঘটিত করে। এ সময় তামাক কোম্পানীতে কর্মরত কিছু লোক কুষ্টিয়াতে মিটিং শেষ করে রাতে মাইক্রোযোগে ভেড়ামারা ফিরছিলো। মাইক্রোটি ১০ মাইল এলাকায় পৌঁছালে সামনে রাস্তা বন্ধ থাকায় গাড়িটি দাঁড়িয়ে পড়ে। এ সময় ডাকাত দল রামদা দেখিয়ে বলে তোদের কাছে যা আছে তাড়াতাড়ি দিয়ে দে। সকলেই যার কাছে যা আছে দিয়ে দেয়, এর মধ্যে সোহেল নামের একজন তার হাতে থাকা আংটি খুলতে একটু দেরি হওয়ায় রামদা দিয়ে তার বাম হাতে কোপ দিয়ে গুরুতর আহত করে সবকিছু লুট করে নিয়ে যায়। অন্যদিকে ডাকাত দলের অন্যন্য সদস্যরা বিআরটিসি বাস ও ট্রাকে তাÐব চালিয়ে বাসের চালককে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মন্তব্য করুন